সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পুলিশের হাত থেকে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ ক্যাম্পের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ছিনতাই হওয়া ব্যক্তি গাজী বোরহান উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মামলার আসামি হয়েও প্রকাশ্যে চলাফেরা করছিলেন বোরহান উদ্দিন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
ক্যাম্পে নেওয়ার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনের নেতৃত্বে অন্তত দুই শতাধিক লোক ক্যাম্প ঘিরে ধরে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে। তারা দাবি জানায়, বোরহানকে ছেড়ে দিতে হবে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যরা আটক বোরহানকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার পথে ওত পেতে থাকা একদল লোক হামলা চালায়। মুহূর্তের মধ্যেই তারা বোরহানকে ছিনিয়ে নেয়। ঘটনাটির পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, যথাযথ নিরাপত্তা ছাড়া এমন একজন আসামিকে নেওয়া ছিল বড় ভুল। পুলিশ যদি প্রয়োজনীয় ব্যবস্থা নিত, এ ঘটনা ঘটত না। অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল। এখনো তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
মাজহারুল করিম অভি/এআরবি