বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে কারাগারে ছেলে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই ছেলেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. রুবেল মিয়া ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তার বিধবা মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, মাকে নির্যাতনকারী মাদকাসক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মমিনুল ইসলাম/এমজে