ফরিদপুরে আ.লীগ নেতা ফারুক রিমান্ডে

সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিট থেকে পৌনে ২টা পর্যন্ত শুনানি শেষে ফরিদপুরের প্রথম আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদ এ আদেশ দেন।
আদালত ফারুক হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারেরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার বাদী ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান আওয়ামী লীগ নেতা ফারুক ও যুব মহিলা লীগ নেত্রী নাসরিনের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। যুক্তি হিসেবে বলা হয়, মামলার জন্য আরও তথ্য-উপাত্ত সংগ্রহ এবং ফারুক হোসেনের কাছে অস্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার জন্য এ রিমান্ড প্রয়োজন।
রিমান্ড আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী এমরান হোসেন। ওই আইনজীবীকে সহায়তা করেন জজকোর্টের আইনজীবী বাবু মোল্লা, কামালউদ্দিন, হাবিবুর রহমান, বদিউজ্জামান, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, সোহেল রেজা, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম ও সানোয়ার হোসেন প্রমুখ।
আসামিপক্ষ যুক্তি প্রদর্শন করে বলেন, গত ৮ নভেম্বর একটি মিছিলের সূত্র ধরে মামলা হয় ১১ নভেম্বর। এর আগে ১০ নভেম্বর ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই মিছিলে ভিডিও ফুটেজ হিসেবে যা জমা দেওয়া হয়েছে, তাতে ফারুক হোসেন ও নাসরিন নেই। আগে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পরে পুরোনো ঘটনা উল্লেখ করে যে মামলা দেওয়া হয়েছে, তা সাজানো।
তবে জামিন শুনানি শেষে আদালত ১০ দিনের স্থলে ফারুক হোসেন ও নাসরিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামি পক্ষের আইনজীবী এমরান হোসেন ফারুক ও নাসরিনের জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী এমরান হোসেন বলেন, আমরা জামিন আবেদনের পাশাপাশি রিমান্ডের বিরোধিতা করেছি। আদালতে তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণের চেষ্টা করেছি যে মামলাটি সাজানো। আদালত যা ভালো বুঝেছে সেই রায় দিয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার নূরজাহান টাওয়ারের ১০ তলায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক হোসেন (৫৩) এবং জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারকে (২৮) আটক করে পুলিশ। এর পরদিন মঙ্গলবার সন্ত্রাস দমন আইনে ফারুক ও নাসরিনসহ মোট ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
জহির হোসেন/আরএআর