‘অপসাংবাদিকতায় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করবেন না’

যশোরের ঝিকরগাছার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেছেন, অপসাংবাদিকতার মাধ্যমে, কোনো মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে উপজেলা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করবেন না। আশা করি আপনারা এই উপজেলার সকল ভেদাভেদ ভুলে নাগরিকের সুবিধা-অসুবিধাগুলো অবগত করবেন।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঝিকরগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রনী খাতুন বলেন, আমাদের কার্যক্রমে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনারা আমাকে বসিয়ে রাখলে, আমি বসে থাকবো। আর আমাকে সহযোগিতা করলে আপনাদেরকে সাথে নিয়ে আমি উন্নয়নের ধারাকে বেগবান করবো। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা আমাকে কীভাবে চালাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জালাল উদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
রেজওয়ান বাপ্পী/আরএআর