ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনায় খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাশরী কান্দাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম। নিহত দুই শিশু হলো বাশরী কান্দাপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে তামিম মিয়া (৩) এবং একই গ্রামের লালন মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৭)।
ওসি ফেরদৌস আলম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এদিকে কাইটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল ঢাকা পোস্টকে বলেন, সামিয়া মঙ্গলবার ভোরে তার মায়ের সঙ্গে কান্দাপাড়া নানাবাড়িতে বেড়াতে যায়। সকালে তার মা সামিয়াকে নানাবাড়িতে রেখে নিজেদের বাড়িতে চলে যান।
তিনি আরও বলেন, পরে নানাবাড়িতে সামিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের ডোবায় তার লাশের সঙ্গে একই গ্রামের সুমন মিয়ার ছেলে তামিমের লাশও পাওয়া যায়।
জিয়াউর রহমান/এমএসআর