চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন মাহাবুব আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চাঁদপুর-৫ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ওইদিনই তিনি মনোনয়ন পত্র দলীয় কার্যালয়ে জমা দেন।
জানা গেছে, চাঁদপুর-৫ আসনটি (জাতীয় সংসদের ২৬৪ নম্বর) হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মো. মমিনুল হক, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন।
মাহাবুব আলমের জন্ম ১৯৯৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে তিনি দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস গবেষণায় তার বিশেষ আগ্রহ রয়েছে। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।
মাহাবুব আলম ঢাকা পোস্টকে বলেন, চাঁদপুর-৫ আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছি। দলের পক্ষ থেকে একমাত্র আমি একাই এ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছি। তাই আমি একাই প্রার্থী হতে যাচ্ছি। যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে, জনগণ তাদের বয়কট করবে এবং এনসিপিকে ভোট দেবে। সবার কাছে দোয়া ও সমর্থন চাই।
আনোয়ারুল হক/এআরবি