মেঘনায় সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে যাওয়া সিমেন্টবাহী একটি ট্রলার থেকে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে রনি এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে সিমেন্টবাহী ওই ট্রলারটি মাঝনদীতে ডুবে গেলে দুই যুবক নিখোঁজ হন।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার রাতে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে তীব্র স্রোতের কারণে তা বন্ধ রাখতে হয়। পরে শুক্রবার সকাল থেকে আবার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালগামী ট্রলারটিতে প্রায় দুই হাজার বস্তা সিমেন্ট বোঝাই করা ছিল। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢোকার পরই ট্রলারটি নদীতে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমেন্ট বোঝাই শেষে ট্রলারটি মাঝনদীতে নোঙর করে দুই শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন। এর মধ্যেই হঠাৎ ট্রলারটি ডুবে যায়।
মীমরাজ হোসেন/এআরবি