বরগুনায় ১০ প্রতিষ্ঠানে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বরগুনার বামনা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও একটি স্কুলসহ ১০টিরও বেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। কাগজে প্রিন্ট করা ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা নোটিশ আটকিয়ে শিকল পেঁচিয়ে এসব প্রতিষ্ঠানের ফটক তালাবদ্ধ করা হয়।
রোববার (১৬ নভেম্বর) দুপুরের দিকে আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়েছে উল্লেখ করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুকে তালাবদ্ধ বিভিন্ন ফটকের ছবি সম্বলিত একটি পোস্ট করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে গোপনে বামনা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়। জেলা ছাত্রলীগের দাবি, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ১০টিরও বেশি প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছে। তবে পুলিশ বলছে, ১০টি নয় মাত্র তিনটি প্রতিষ্ঠানে রাতের আঁধারে দুর্বৃত্তরা তালা দিয়েছিল।
বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তালাবদ্ধ কয়েকটি প্রতিষ্ঠানের ছবি পোস্ট করে লিখেছেন, ১৬ এবং ১৭ নভেম্বরের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গেট তালাবদ্ধ করা হয়েছে।
এ ঘটনায় বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ব্যক্তিগত ফেসবুকে তালাবদ্ধ বিভিন্ন ফটকের ছবি পোস্ট করে মন্তব্য করেন, ধন্যবাদ বামনা উপজেলা ছাত্রলীগ, বরগুনা। সরকারি কলেজ, ভূমি অফিসসহ ১০টির বেশি সরকারি স্থাপনায় তালা দিয়ে শাটডাউন কর্মসূচি সফল করায়।
এ বিষয়ে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, একটি ইউনিয়ন পরিষদ, একটি ভূমি অফিস এবং একটি স্কুলে তালা দেওয়ার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কোনো তালা পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, রাতে কে বা কারা তালা লাগিয়ে আবার খুলে রেখে গেছে। বর্তমানে সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কারো কোনো অভিযোগ না পেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আব্দুল আলীম/এআরবি