জামালপুরে গ্রাহকের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে আমানত রাখা প্রায় ৩২ হাজার গ্রাহকের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল করেছে কয়েক হাজার প্রতারিত গ্রাহক। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’র ব্যানারে আয়োজিত মশাল মিছিলে কয়েক হাজার গ্রাহক ও কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেন।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, গ্রাহকদের আমানতের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেউ বাড়ি ফিরে যাবে না। সমিতির পরিচালকদের গ্রেপ্তার এবং দ্রুত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করছি। দফায় দফায় দাবির পরও সমাধান না পাওয়ায় আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়াও মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য মাহাবুব আলম রতন ও সোনা মোল্লাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগী গ্রাহকরা বক্তব্য দেন।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, কয়েক দিন থেকে বিভিন্ন সমবায় সমিতির আমানতকারীরা আন্দোলন করছে। আজ সন্ধ্যায়ও তারা আন্দোলন করেছে। প্রশাসনের পক্ষ থেকে টাকা উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।
এর আগে, গত ১১ নভেম্বর থেকে ২৩টি সমবায় সমিতির গ্রাহকরা টানা তিনদিন উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ঘেরাও করেন। সাপ্তাহিক ছুটির কারণে ১৪ ও ১৫ নভেম্বর বিরতি রাখা হলেও, রোববার আন্দোলন পুনরায় শুরু হয়। এতে মাদারগঞ্জ উপজেলার সরকারি দপ্তরের সব কার্যক্রম বন্ধ থাকে।
মুত্তাছিম বিল্লাহ/এমএএস