গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অবস্থিত নির্মানাধীন গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে এবং গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের গেটের নামফলকে ভোরে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে সোমবার সকালে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঢাকা পোষ্টকে বলেন, রাতে আমিসহ আমাদের কয়েকজন পুলিশ অফিসার ওই এলাকায় টহলে ছিলাম। দুর্বৃত্তরা কাচের বোতলে ঝুট ও দাহ্য পদার্থ ভরে আগুন ধরিয়ে সেখানে নাশকতার চেষ্টা করছিল। আমাদের উপস্থিতি দেখে তারা দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।
আশিকুর রহমান/আরকে