পিরোজপুরে মিষ্টি বিতরণ ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ায় পিরোজপুরে মোমবাতি প্রজ্জ্বলন, আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র-জনতা।
সোমবার (১৭ নভেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে পিকআপে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রা চলাকালীন স্থানীয় মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হলে সেখানে থাকা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।

এ সময় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আজকের মোমবাতি প্রজ্জালন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের বিচার ও এ রায়েকে আমরা স্বাগত জানাই। এ রায় দ্রুত কার্যকরের দাবি জানাই। অনতিবিলম্বে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।
এদিকে রায়কে কেন্দ্র করে পিরোজপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দেখা গেছে।
শাফিউল মিল্লাত/এএমকে