যশোর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনে ‘রিভিউ আবেদন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে রিভিউ আবেদন করেছেন মনোনয়নবঞ্চিতরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে এ আবেদন করেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন এ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইসহাক আলী, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী ইমরান হাসান সামাদ নিপুন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু।
বক্তারা বলেন, ঝিকরগাছা-চৌগাছা আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগ ও সর্বশেষ ৪ দলীয় জোট প্রার্থী জামায়েতের দখলে ছিল। তাই এই আসনে বিএনপির নেতা-কর্মীরা কখনও সংসদ সদস্যের সেবার স্বাদ গ্রহণ করতে পারেনি। ফলে এবার এই আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য দুই উপজেলার নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ।
বক্তারা আরও বলেন, এ আসনে প্রাথমিকভাবে সাবিরা নাজমুল মুন্নিকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুই উপজেলার নেতৃবৃন্দ দীর্ঘ মাঠ জরিপ, ভোটের হিসাব ও জনপ্রিয়তা এবং সাধারণ ভোটারদের ইচ্ছার প্রতিফলন, সেই সাথে জামায়েতের শক্ত প্রার্থীর বিরুদ্ধে ভোট যুদ্ধে ধানের শীষকে বিজয়ী করার বিষয়ে সংশয় প্রকাশ করছি। যে কারণে তাকে পরিবর্তন করে পুরুষের মধ্যে থেকে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়।
ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজওয়ান বাপ্পী/এমএএস