গর্ভের সন্তান নিয়ে সন্দেহ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

চাঁদপুরের হাইমচরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাঢ়ীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ীকান্দির বাসিন্দা জহিরুল তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলি বেগমকে হত্যা করেন।
আটকের পর এক ভিডিও সাক্ষাৎকারে স্বামী জহিরুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানান, তার ধারণা ছিল স্ত্রীর গর্ভের সাত মাসের সন্তানটি তার নয়। কাকলি বেগম বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরপুরুষের সঙ্গে মেলামেশা করতেন।
জহিরুল বলেন, আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধানক্ষেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করি। এই অনৈতিক সম্পর্কের কারণে তিনি অশান্তিতে ছিলেন বলেও দাবি করেন।
পুলিশ ধানক্ষেত থেকে নিহত কাকলি বেগমের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই ঘাতক স্বামী জহিরুলকে আটক করে।
হাইমচর থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আনোয়ারুল হক/আরএআর