জামায়াতের লোকজন নির্বাচন বন্ধে নানা অজুহাত দিচ্ছেন : জাহান্দার আলী

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী জাহান্দার আলী জানান বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা চলছে। ইসলামের নামে দলীয়ভাবে জামায়াতের লোকজন নির্বাচন বন্ধ করার জন্য নানা অজুহাত দিচ্ছেন। পিআর চান, গণভোটও চান, তারা কারা আমাদের জানার দরকার।
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে হওয়া দলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় জাহান্দার আলী জাহান বলেন, মাদারীপুর-রাজৈর ২ আসন স্থগিত করার কারণ জানি না। ৪৬ বছর যাবৎ আপনাদের সাথে আছি এই দলের একজন সদস্য হিসেবে।
তিনি বলেন, আমি আপনাদের ছেড়ে যাইনি। আমার ঢাকায় বাড়ি গাড়ি নেই। আমার সন্তানরা বিদেশ থাকে না, বাংলাদেশেই লেখাপড়া করে। আমি জানি না এরপরও কোন ত্যাগী নেতা এই আসনে প্রার্থী হবেন? আমার ছাত্রজীবন থেকে এই পর্যন্ত যে শ্রম ও ত্যাগ আছে, তাতে কোনো ঘাটতি নেই।
এ সময় উপস্থিত ছিলেন– মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জীবন বোস, আরিফ হাওলাদার, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদকসহ অনেকেই।
আকাশ আহম্মেদ সোহেল/বিআরইউ