চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. মুছা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মুছা বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চাঁদসার গ্রামের বাসিন্দা ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন। ১০ দিন আগে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে আক্রমণ করে সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই ময়নাল সন্দেহের তালিকায় মুছার নাম উল্লেখ করেন। ঘটনার পর থেকে মুছা ৮-১০ দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও বাড়ে।
রোববার রাতে মুছা বাড়িতে ফিরলে কেউ বিষয়টি ময়নালকে জানান। পরে রাত সাড়ে ১২টার দিকে ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন মুছাকে বাড়ি থেকে বের করে এনে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থলেই মরদেহ ফেলে রেখে পালিয়ে আত্মগোপনে চলে যান।
ওসি জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মুছা ছিঁচকে চোর ছিল। এলাকায় চুরি করে বেড়াতো। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরিফ আজগর/আরএআর