কাফনের কাপড় পরে সড়কে লবণ ছিটিয়ে প্রতিবাদ

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছেন লবণ চাষিরা। মানববন্ধন শেষে সড়কে লবণ ছিটিয়ে বিক্ষোভ করেন তারা।
সোমবার(২৪ নভেম্বর) দুপুরে ব প্রান্তিক লবণ চাষি সমিতি কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে কাফনের কাপড় পরে অনেকেই অংশ নেন।
এসময় চাষিরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মণ প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশ' টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষি।
মাঠ পর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩ টাকা পাচ্ছে উল্লেখ করে চাষিরা বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষিদের বঞ্চিত করছে।
দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকারও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা।
কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বক্তব্যে বলেন, লবণ আমদানি বন্ধ ও মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে ধ্বংস হবে দেশের লবণ শিল্প।
মানববন্ধনে প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল, মো. সেলিম, মো. সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, কক্সবাজারে ৬৯ হাজার একর জমিতে লবণ চাষ করেন প্রায় ৪১ হাজার চাষি। কিন্তু চলতি মৌসুমে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় এখনও মাঠে নামেনি প্রায় ৩০ হাজারের বেশি লবণ চাষি।
ইফতিয়াজ নূর নিশান/বিআরইউ