ধামরাইয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ঢাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ জানুয়ারি ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে কয়েকজন যুবক। পরে হত্যার হুমকি দিয়ে ওই দম্পতিকে এলাকা ছাড়তে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, ঘটনার কয়েক দিন পার হলেও স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমে বিষয়টি তেমনভাবে আলোচিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনের আহ্বায়ক ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম যুবাহ বলেন, দেশে একের পর এক গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটলেও প্রশাসনের নীরবতা চোখে পড়ার মতো। এমন নির্মম ঘটনার খবর কয়েক দিন পর জানতে পারা আমাদের জন্য লজ্জার। তিনি দাবি করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তাই অপরাধীদের উৎসাহিত করছে।
ঢাবি শিক্ষার্থী ওয়াসির আর মাসতুর বলেন, রাষ্ট্র যদি এসব অপরাধ বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আধিপত্যবাদ ও সহিংসতার বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, এ দেশে ধর্ষণ ও হত্যার মতো সন্ত্রাস বরদাস্ত করা হবে না। ন্যায়বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
এসএআর/এমএন