নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বন্ধে ছাত্রদলের স্মারকলিপি

সাতক্ষীরা শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের অবাধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এর প্রভাবে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতারা জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি জমা দেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের শব্দমাত্রা প্রায়শই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান নির্ধারিত ১০০ ডেসিবেল সীমা অতিক্রম করে। এ ধরনের শব্দে স্থায়ী শ্রবণ সমস্যাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে— যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি।
এ পরিস্থিতিতে পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি। দাবিগুলো হলো— সাতক্ষীরা শহর ও জেলার সব সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ অধিদপ্তর–জেলা প্রশাসন–ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা, হাসপাতাল–শিক্ষা প্রতিষ্ঠান–গুরুত্বপূর্ণ মোড়সহ জনবহুল স্থানে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো, পরিবহন মালিক ও চালকদের বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহারে বাধ্য করা এবং প্রয়োজনে পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বিশেষ উদ্যোগ গ্রহণ।
শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, শব্দদূষণ এখন নীরব মহামারি। হাইড্রোলিক হর্নের আশঙ্কাজনক ব্যবহার মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়, যাতে মানুষ স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারে। তিনি আরও জানান, ছাত্রদল সবসময় জনস্বার্থ ও পরিবেশ রক্ষার পক্ষে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসাদুল আলম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আকবর হোসেন, শহর ছাত্রদল আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হাসান, সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন এবং সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব।
ইব্রাহিম খলিল/আরকে