রাজবাড়ীতে এনসিপির জেলা সমন্বয় কমিটি অনুমোদন

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপির প্যাডে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরে এনসিপির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে ২৭ সদস্যের এই কমিটির অনুমোদন প্রকাশ করা হয়।
রাজবাড়ীর জেলা কমিটিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য জামিল হিজাযীকে প্রধান সমন্বয়কারী করে ৯ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৭ জনকে সদস্য মনোনয়ন দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো. আজাদী আজম, জহিরুল ইসলাম (অব. কমান্ডো), আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মাদ আরিফুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মো. রাশিদুল ইসলাম রাশেদ, কে. এম. আবদুল্লাহ, মো. সাইদুর জামান সাকিব এবং এনামুল হক জমিদার। সদস্যরা হলেন- রিদওয়ান মাহমুদ, শংকর কুমার সাহা, মো. সোহেল তানভীর, মো. আব্দুস সাত্তার, ইদ্রিস প্রামাণিক, এস. এম. সিরাজুল ইসলাম, শফিউল মনির মিঞা, মো. জিহাদুল ইসলাম, কোহিনুর আক্তার, নাজমুল হোসাইন, মো. ফরিদ মোল্লা, সোহানা, মো. সেলিম হোসাইন, তোফাজ্জল হোসেন, লক্ষ্মণ, মো. মারুফ হোসেন ও হালিমা বেগম।
প্রকাশিত কমিটিকে আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি চূড়ান্তভাবে গঠিত হওয়া পর্যন্ত রাজবাড়ী জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল হিজাযী বলেন, খুব শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি