বিএনপির পদ ফিরে পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ

বিএনপির সদস্য পদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য। বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।
এর আগে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার হন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। পরবর্তীতে ২০২৩ সালের ৬ মার্চ বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন এই বিএনপি নেতা। মূলত ওই আবেদন বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্র জানায়, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহ নগরীর চূড়খাই এলাকার বাসিন্দা। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে একাধিক মামলা-হামলায় নির্যাতিত এই নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
খবরের সত্যতা নিশ্চিত করে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং অনুগত। আগামী দিনেও দলের যে কোনো কর্মকাণ্ড বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি ময়মনসিংহ-৪ (সদর) আসনে দল আমাকে মূল্যায়ন করবে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর