রাস্তা পেরোনোর সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নাতনির মৃত্যু, নানী আহত

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পদ্মা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে নাতনি মারজিয়া (৬)। এঘটনায় নানী নাজমা বেগম ও আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর )রাত সাড়ে ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারের শেরাটন হোটেলের সামনে ঘটনা ঘটে।
তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। নিহত মারজিয়া প্রবাসী মানিকের মেয়ে। মারজিয়া তার নানা- নানীর সঙ্গে হাজীগঞ্জে বাজার করতে এসেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাজার করে তারা রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় চাঁদপুরগামী একটি বাস তাদের তাদের সজোরে ধাক্কা দেয়। তখন নানী-নাতনী হাত ধরেই রাস্তা পার হচ্ছিলেন। বাসের চাকার নিচে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নাতনি মারা যায়। নানীর দুই পায়ের ওপর চাকা উঠায় তিনি পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার চিকিৎসা চলছে।
আটক চালক শাহরাস্তি আলীপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান জানান, “আমি মূলত সুপারভাইজার। ড্রাইভিং করার সময় অন্য মনোযোগে ছিলাম। নিহত শিশুটি বা তার নানিকে আমি দেখিনি।”
পদ্মা ট্রান্সপোর্টের ওই বাসের এক যাত্রী জানান, কুমিল্লা বিশ্বরোড থেকে যাত্রা শুরুর পর থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুরো পথজুড়ে যাত্রীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক চলেছে। দুর্ঘটনার মুহূর্তেও দুই নারী ও একজন পুরুষ যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত ছিলেন চালক। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, পদ্মা বাসটি জব্দ করা হয়েছে। বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, তাকে জনতা আটক করে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় আইনগত বব্যস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ারুল হক/এসএমডব্লিউ