বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণের জানমাল ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর। ইউএনও বলেন, বসুরহাট পৌরসভা এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২৩ জুন) রাত পৌনে ৮টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলার ঘটনায় ২৪ জুন বিকাল ৩টায় বসুরহাট রুপালী চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু।
অন্যদিকে ফখরুল ইসলাম রাহাতের নেতৃত্বে বসুরহাটে তাণ্ডব চালানোর অভিযোগে এনে একই স্থানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ফের এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
হাসিব আল আমিন/এমএসআর