সিরাজগঞ্জে শ্রমিকদের অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুর ও স্টাফদের মারধরের প্রতিবাদে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকামুখী নিউ ঢাকা রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকদের সড়কে শুয়ে থাকা অবস্থায় বিক্ষোভের কারণে ঢাকামুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অভিযোগ উঠেছে, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু ও তার সহযোগী বাহিনী ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং দায়িত্বপ্রাপ্ত স্টাফকে মারধর করে। ঘটনার পর শ্রমিকরা ন্যায়বিচার না পাওয়ায় ক্ষোভে সড়কে অবস্থান নেন। এ বিষয়ে অভিযুক্ত সানুর বক্তব্য জানতে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. মনোয়ার হোসেন, সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) আফিফাম নজমু। তারা শ্রমিকদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলেও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সড়ক ছাড়তে রাজি হননি।
পরে জেলা বিএনপি এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানায়, বিকেল ৩টার মধ্যেই ঘটনার বিচার নিশ্চিত করা হবে। আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান তালুকদার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে এক হয়ে আমরা আন্দোলনে নামবো। প্রয়োজনে বিকেল ৫টা থেকে পুরো জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
নাজমুল হাসান/আরএআর