সদ্য পিতা হারানো জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন, জানালেন সমবেদনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ এ (চকরিয়া ও পেকুয়া) দলের মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী প্রচারণা শেষে রাত ৯টার দিকে তিনি একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসভবনে যান।
চকরিয়ার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়াস্থ বাসভবনে পৌঁছালে সালাউদ্দিনকে অর্ভ্যথনা জানান ফারুক।
এর আগে সোমবার দুপুরে আব্দুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবির মৃত্যুবরণ করেন।
সৌজন্যে সাক্ষাৎকালে ফারুক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা করেন সালাহউদ্দিন। এ সময় একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়।
সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলের জ্যেষ্ঠ নেতারা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
এর আগে নুরুল কবিরের মৃত্যুর খবর পেয়ে সোমবারই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা ৫ দিনের সফরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন, এরপর নিজের নির্বাচনী এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও জনসভায় অংশ নেন তিনি
প্রেস সচিব মোহাম্মদ ছফওয়ানুল করিম জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় সালাহউদ্দিন আহমেদ প্রচারণা চালাবেন।
ইফতিয়াজ নুর নিশান/এমএন