রাজশাহীতে এনসিপির ৫ সদস্যের পদত্যাগ

সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবি জানান। বুধবার (৩ নভেম্বর) তারা পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।
পদত্যাগ করা সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. নঈম ফকির। তারা গেল ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদ পান।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯-১১-২০২৫ তারিখে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম চিঠির মাধ্যমে যার স্মারক নম্বর (এনসিপি) কেন্দ্র। জে.আ.ক।২০২৫-২০২৬/১৭) রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম সে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জুলাইয়ের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না। এ ছাড়া, নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা পাঁচজন পদত্যাগ করলাম।
এ বিষয়ে আজিজুল ইসলাম বলেন, কিছুদিন আগে সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আমার নাম আছে সদস্য হিসেবে। আমরা আওয়ামী লীগ তাড়ানোর জন্য রাজপথে লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।
এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো ইনটেশনালি করা হচ্ছে। এগুলো উদ্দেশ্যে প্রণোদিত এবং কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
শাহিনুল আশিক/এএমকে