রাজবাড়ীতে প্রাথমিকের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন শিক্ষককে বদলি

তিন দফা দাবিতে রাজবাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন শিক্ষককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ৪২ জন সহকারী শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রাজবাড়ীতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তিনজন সহকারী শিক্ষকও রয়েছেন।
আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের ভিত্তিতে প্রশাসনিক কারণে সহকারী শিক্ষকদের বদলির অনুমোদন দেওয়া হয়েছে।
রাজবাড়ী থেকে যারা বদলি হয়েছেন তারা হলেন- সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও খানখানাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, তাকে ফরিদপুরের নগরকান্দার আশফরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইমামকে ফরিদপুরের মধুখালির বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। আর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলামকে ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
আদেশে দেখা গেছে, সহকারী শিক্ষকদের সবাইকে পাশের জেলায় বদলি করা হয়েছে। ফলে তারা আর নিজ জেলার কর্মস্থলে থাকার সুযোগ পাচ্ছেন না।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে গত দুই দিন ধরে চলছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি। এতে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি