খুলনায় একলাফে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ টাকা

খুলনায় মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম এক লাফে কেজিতে ৩০-৩৫ টাকা বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। অনেকে প্রয়োজনের তুলনায় কম কিনছেন নিত্য এই পণ্যটি, ঝাড়ছেন ক্ষোভও। হঠাৎ দাম বৃদ্ধির পেছনে ঠুনকো অজুহাত আর সিন্ডিকেটকেই দুষছেন তারা।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। কেউ কেউ বলছেন, নতুন পেঁয়াজ আসছে, অচিরে দাম কমে যাবে।
সরেজমিনে দেখা যায়, নগরীর খালিশপুর, দৌলতপুর, ময়লাপোতা, রূপসা, শেখপাড়াসহ বিভিন্ন বাজারে কেজি প্রতি পেঁয়াজ ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
খালিশপুরের এক ক্রেতা আহসান উল্লাহ বলেন, ১১০ টাকা কেজিতে বুধবারও পেঁয়াজ কিনেছি। হঠাৎ বাজারে এসে দেখি পেঁয়াজের দাম ১৪০ টাকা। প্রতিদিনই প্রয়োজন হয়, অথচ একলাফে দাম বেড়ে গেল ৩০ টাকা। এটা ব্যবসায়ীদের কারসাজি কি না বুঝতে পারছি না। এটি খতিয়ে দেখা উচিত।

আরেক ক্রেতা সবুজ বলেন, দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ দেখি না। বলছে সরবরাহ কম, এটি অজুহাত। এখন নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। দাম কমার কথা, অথচ বাড়ছে। এটি তদারকির প্রয়োজন।
খালিশপুর চিত্রালী বাজারের বিক্রেতা মাসুদ আসিফ বলেন, পেঁয়াজ দু’দিন আগে ১১০-১১৫ টাকায় বিক্রি করেছি। সরবরাহ কম, তাই গত বৃহস্পতিবার রাত থেকে দাম বেড়েছে। শুক্রবার ভালো মানের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ১৪০-১৫০ টাকা। নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। শিগগিরই হয়তো দাম কমে যাবে।
নগরীর ময়লাপোতা বাজারের বিক্রেতা নূর মোহাম্মদ বলেন, পাইকারি বাজারে বেড়েছে দাম, বেশি দামেই কিনেছি। তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। প্রতি কেজি পেঁয়াজ ১৩৫-১৪০ টাকা কেজিতে বিক্রি করছি।
রূপসা বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. মজনু বলেন, তিন দিন আগে পেঁয়াজ এনেছিলাম ৯০ টাকা কেজি করে। সেই পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ টাকা কেজিতে বিক্রি করেছি। আমার পেঁয়াজ বড় এবং বাছাই করা। শুক্রবার পেঁয়াজ কিনেছি কেজিতে ৪০ টাকা বেশিতে। এই পেঁয়াজ ১৪৫ টাকা কেজিতে বিক্রি করছি। সরবরাহ কম, তাই দামও বেশি। আমরা বেশি দামে কিনেছি, অল্প লাভে বিক্রি করছি।
রূপসা বাজারের বিক্রেতা লায়েক মোল্লা বলেন, বৃহস্পতিবার পেঁয়াজ কিনেছি ১১০ টাকা কেজিতে। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ১৪৫ টাকা কেজি। এমন হলে আমরা বাঁচব কী করে?
আরেক বিক্রেতা মো. খোকন সরদার বলেন, পেঁয়াজের মৌসুম শেষ, এজন্য হঠাৎ দাম বেড়েছে। তবে বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। হয়তো কিছু দিনের মধ্যে দাম কমতে শুরু করবে।
পেঁয়াজ কিনতে আসা আলী হোসেন অভিযোগ করে বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, এই দেশে কখন কীসের দাম বেড়ে যায় আমরা বুঝতে পারি না। বাজারে এসেছিলাম বাজার করতে, কিন্তু পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেশি চাওয়ায় পেঁয়াজ না কিনেই ফিরে যাচ্ছি।
দৌলতপুর বাজারের সবজি বিক্রেতা নূর ইসলাম বলেন, হঠাৎ করেই বেড়েছে দাম। শুক্রবার বাজারে ১১০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০-১৪৪ টাকায়।
মোহাম্মদ মিলন/এমজে