দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। ঘটনাটি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।
আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে আমিনুল প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপ নামে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে ঢুকে মাথার দিকে লক্ষ্য করে ছয়টি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল দ্বিতীয়। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গোড়াইল গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ জানান, এক সপ্তাহের মধ্যেই তার মরদেহ দেশে পৌঁছাবে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটা তো আমাদের বিষয় না। আমরা কেন আগ বাড়িয়ে খোঁজ নেব? পরিবার এখনও আমাদের কাছে আসেনি, পরিবার যখন আসবে তখন দেখব। আপনারা নিউজ পেয়েছেন, নিউজ করছেন- আমরা দেখেছি অনেকেই এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু আমরা কেন খোঁজ নেব? ঘটনা ঘটেছে আফ্রিকায়। আমি বাংলাদেশ থেকে কী করব?
এদিকে তার মৃত্যুতে গোড়াইল গ্রামসহ পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আরিফুল ইসলাম/এআরবি