ফরিদপুরে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করল পুলিশ

করোনা রোগীদের সেবায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে প্রাথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা শহরে করোনা ডেডিকেটেড হাসপাতাল মাত্র একটি। কিন্তু এ হাসপাতালে ফরিদপুরসহ পাশের গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার বাসিন্দারাও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও গত কয়েকদিনে এখানে করোনা শনাক্তের হার ৪৫ শতাংশের নিচে নামেনি। বর্তমানে ১২৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, করোনাকালে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পুলিশ নিম্নআয়ের মানুষদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেছে। এবার সেবার মানসিকতা নিয়ে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করেছি। জনতার পুলিশ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে আমরা ১০টি অক্সিজেন সিলিন্ডার এবং একটি ছোট পুলিশভ্যান নিয়ে এ কার্যক্রম শুরু করেছি। অক্সিজেন ফুরিয়ে গেলে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এসব সিলিন্ডার আমরা রি-ফিল করে কাজে লাগাব।
তিনি আরও বলেন, সিলিন্ডারের জন্য আমাদের ডেডিকেটেড গাড়ি একটি থাকলেও দূরের কারও অক্সিজেনের প্রয়োজন হলে আমাদের ভ্রাম্যমাণ টিমের গাড়িতে করে তা পৌঁছে দেব। এ জন্য সেবাগ্রহীতাকে কোনো টাকা দিতে হবে না। চাহিদা বুঝে সামনে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হতে পারে। জেলা পুলিশের এ অক্সিজেন সেবা নিতে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০০৯৮২৯৮ নম্বরে যোগাযোগ করতে হবে।
আরএআর