ফসলি জমির মাটি কেটে ইটভাটায়, জরিমানা ৫০ হাজার টাকা

রংপুরের তারাগঞ্জে কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটা নেওয়ার দায়ে এক মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন এতে নেতৃত্ব দেন।
জানা যায়, আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া মাঠ থেকে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় দেওয়া হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করেন ইউএনও মোনাব্বর হোসেন। সেখানে হাতে নাতে মাটি কাটার সরঞ্জাম ও পরিবহনের জন্য ট্রলি আটক করেন। এ সময় দোয়ালীপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী শরিফ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ঘটনাস্থলে থাকা দুই ট্রাক্টরচালক ও একজন জমির মালিক মুচলেকা দিয়ে ভবিষ্যতে এমন কাজে আর সম্পৃক্ত হবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তাদের সতর্ক করে দায়মুক্তি দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের নগদ টাকার প্রলোভন দেখিয়ে আলমপুর ইউনিয়ন বিভিন্ন মাঠ থেকে দীর্ঘদিন ধরে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটা বিক্রি করে লাভবান হচ্ছেন। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে ফলন বিপর্যয় ঘটছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, কৃষি জমির মাটি কেটে নেওয়া বেআইনি। অভিযোগের ভিত্তিতে ওই মাঠে অভিযানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রলি চালক, জমির মালিককে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএন