৬১ বছর পর নিজ বিদ্যালয়ে অতিথি হয়ে এলেন পররাষ্ট্র উপদেষ্টা

৬১ বছর পর নিজের শৈশব কাটানো বিদ্যালয়ে অতিথি হয়ে এলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
জানা যায়, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বাবার চাকরির সুবাদে মাগুড়া উচ্চ বিদ্যালয়ে ১৯৬৪ সালে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। সেখানে তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। উপদেষ্টার বাবা আব্দুল মান্নান মাগুড়া বাজারে অবস্থিত কাস্টমস অ্যান্ড এক্সাইজ অফিসে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তৌহিদ হোসেন বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ছাত্রজীবনের স্মৃতি, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিদ্যালয় আমাকে মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম শিখিয়েছে। এত বছর পর আবার এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাসও দেন।
আরও পড়ুন
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্বপন হোসেন বলেন, আজকে আমাদের বিদ্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা সবাই অনেক খুশি। তিনি আমাদের বিদ্যালয়কে মনে রেখেছেন।
আরেক শিক্ষার্থী শরিফা আক্তার বলে, আমাদের বিদ্যালয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন। আমরা আশা করি তিনি বিদ্যালয়ের উন্নয়নে সহায়তা করবেন।
মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এখানে পড়ালেখা করার সুবাদে আজকে এখানে এসেছেন। আমরা সবাই তার আগমনে আনন্দিত। তিনি বিদ্যালয় ঘুরে দেখেছেন বিভিন্ন উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেছেন।
এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরএআর