৫৪ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি : এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আওয়ামী লীগ, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টি- সবাই এ দেশের নাগরিক, সবাই দেশের উন্নয়নে কাজ করতে চায়। কিন্তু দৃষ্টিভঙ্গি ও অবস্থান ভিন্ন হওয়ার কারণে তা সম্ভব হয় না। ৫৪ বছরে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যদি পরীক্ষার সুযোগ দেন, যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট পাই, তাহলে সেই ভোটের শক্তিতে আমরা দেশের উন্নয়ন ও ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে চাই। আপনারা আমাদের একবার পরীক্ষা করে দেখুন। প্রতিশ্রুতি রাখতে না পারলে আমাদের আর ভোট দেবেন না। আমরা সবসময় মানবতার কল্যাণ চাই। আমাদের দেশ গরিব নয়, আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, দেশে আর কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হোক- বাংলাদেশের জনগণ তা চায় না। আমরা সব দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেটি বাস্তবায়নের জন্য আমরা গণভোটে একমত হয়েছি। যদিও কয়েকটি দল বলছে নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত, আমরা এখনো বলছি- সময় আছে, আপনারা নির্বাচনের আগে গণভোটের আয়োজন করুন। একদিনে দুটি ভোট দিলে মানুষের মধ্যে বিভ্রান্তি হতে পারে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নির্বাচনের আগে গণভোট জরুরি। আমরা যে সনদে স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন হলে দেশে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে না।
এসময় জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা আমির ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এআরবি