রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি উদ্যোক্তার মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক কৃষি উদ্যোক্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন উদ্দিন ওই গ্রামের মো. খাদেম শেখের ছেলে। তিনি পেশায় একজন তরুণ কৃষি উদ্যোক্তা ছিলেন। সংসারে তার স্ত্রী, রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুই সন্তান রয়েছে।
নিহত রোকনের শ্বশুর মো. সিদ্দিক মণ্ডল বলেন, সকাল ১০টার দিকে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ির সেচ মটরের লাইন ঠিক করতে গিয়ে রোকন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। এরপর পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি