যেখানে পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবদুর রউফ জেলায় অপরাধ দমনে তার শূন্য সহনশীল অবস্থান স্পষ্ট করে বলেছেন, যেখানে আমার পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। আর সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।
পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, আমি ক্রাইম নিয়ে কাজ করা অফিসার। ব্রাহ্মণবাড়িয়ার এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার ফোকাস থাকবে অপরাধ নিয়ন্ত্রণে। মাদক, অস্ত্র, সন্ত্রাস, আধিপত্য বিস্তার, বালুমহল- সব ধরনের অপরাধ রিকোভার করতে স্পেশাল ড্রাইভ চলবে।
তিনি আরও বলেন, কেউ যদি মনে করে অপরাধ করেও ব্রাহ্মণবাড়িয়ায় থাকবে, সেটা ভুল। আমার জেলায় অপরাধীর জায়গা হবে না।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা পুলিশের থার্ড আই। আপনাদের গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্যে অপরাধী শনাক্ত করতে সহজ হয়। পুলিশ–সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরও শক্তিশালী হবে।
তিনি জানান, কোনোভাবেই যেন প্রকৃত মামলা রেকর্ডে বাধা না আসে— এ নির্দেশনা সব থানায় দেওয়া হয়েছে।
রিয়েল ক্রাইম হলে মামলা নেবেই- তা না হওয়ার সুযোগ নেই। এই বার্তা পেয়ে গত মাসের তুলনায় মামলার সংখ্যা বেড়েছে। প্রতিটি মামলা সঠিক ইনভেস্টিগেশন করে ক্রাইমকে রিকোভার করা সম্ভব হবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।
অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রমুখ।
মাজহারুল করিম অভি/আরএআর