মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ২নং আইনজীবী ভবনের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জ শহরের ২নং আইনজীবী ভবনের সামনে শহীদ রফিক সড়কে একটি ককটেল বিস্ফোরণ করা হয়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোহেল হোসেন/এমএএস