নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিলেন যুবক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন মহসিন মাদবর (২৬) নামে এক মাদকাশক্ত যুবক। এতে ঘরের বেশ কিছু অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মহসিন ওই গ্রামের হোসেন মাদবরের ছেলে।
জানা গেছে, মহসিন মাদবর দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেশার জন্য সে পরিবারের কাছে টাকা চায়। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত সাড়ে ৭টার দিকে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, মহসিন মাদবর একজন চিহ্নিত মাদকসেবী। নেশার টাকা বাবার কাছে না পেয়ে সে নিজের ঘরেই আগুন ধরিয়ে দেয়।
এলাকার রাকিব নামের একজন জানান, মহসিন দীর্ঘদিন ধরে নেশা করে এবং মাদক বিক্রিও করে। নেশার টাকা না পেয়ে সে ঘরের ভেতরে আগুন ধরিয়ে দেয়, এতে ঘরের ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এনেছে। মহসিনের স্ত্রী ও মায়ের কাছ থেকে জানতে পারি নেশাগ্রস্ত অবস্থায় মহসিন নিজ ঘরে আগুন লাগিয়ে বাড়ি থেকে চলে যায় এবং পরে ভিডিও কলে পরিবারকে জানায় যে সে-ই আগুন দিয়েছে। এতে ঘরের আংশিক অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ব.ম শামীম/এআরবি