কক্সবাজারে কোটি টাকার ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকার মেরিন ড্রাইভের ঢাকাইয়া বিল্ডিং সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- তুলাতলীর লেংগুর বিল এলাকার জালাল আহমেদের ছেলে মোহাম্মদ আলী (৩৪) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি/১-এর বাবু মিয়ার ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২৯)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-১৫–এর আওতাধীন সিপিসি-২-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইফতিয়াজ নূর নিশান/এআরবি