চুয়া সেলিম সিন্ডিকেটের চালান আটক, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রাজু ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ, ডিজিটাল ওজন যন্ত্র ও একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত কয়েকদিনে জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার মাদক কারবারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা সেনা ক্যাম্প নিশ্চিত হয়, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক আনার পরিকল্পনা করছে মাদক কারবারি রাজু (৩৫)। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর টাউনহল রোড এলাকা থেকে মূল অভিযুক্ত রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তার চার সহযোগী– রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।
এসময় ১২০৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, ২টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে উদ্ধার করা মাদকদ্রব্য তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল। তবে অভিযানের সময় ওই ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তার সব আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বুনিয়া সোহেল ও মনু গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটত। তবে প্রতিপক্ষের হাতে গণপিটুনির শিকার হয়ে বুনিয়া সোহেল কারাগারে যাওয়ার পর অনেকটা নীরবেই চলছে জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্য। আর সাম্রাজ্যের নেতৃত্বে রয়েছেন মনু ওরফে পার মনু, পিচ্চি রাজা, চুয়া সেলিম ও মাদক সম্রাজ্ঞী সীমার দুই ছেলে।
আর এই গ্রুপের মাদকের জোগান দিচ্ছে আরেক মাদক কারবারি আরিফ ওরফে চাপা আরিফ। ঢাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে তিনি। এমনকি তার ছবি বা অবস্থানের তথ্যও নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।
এসএএ/এসএসএইচ