মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার মশাল মিছিল চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে এ মশাল মিছিল করে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল বের করে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পাঁচ বারের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থকরা।
মিছিলটি শহরের জুবলী রোড ও পুরাতন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।
ওইদিন রাতে থেকে মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীদের সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশ ও জেলা বিএনপির সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
ব.ম শামীম/এসএসএইচ