নাব্য সংকটে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট

নাব্য সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় সাময়িক বন্ধ রয়েছে রাজবাড়ী দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ঘাটটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
৭ নম্বর ঘাটটি বন্ধ থাকলেও সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ফেরি ঘাট। ফলে নদীপাড়ে যানবাহনের কোনো সিরিয়াল নেই।
জানা গেছে, দৌলতদিয়া ঘাট দেশের গুরুত্বপূর্ণ একটি ঘাট। এখানে ৭টি ঘাট থাকলেও সচল রয়েছে ৩টি। সম্প্রতি নদীর পানির কমে যাওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নাব্য সংকট। যার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চালাচল।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, আজ সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে এ ঘাট। কখন এ ঘাটটি সচল হবে সেটা আমি বলতে পারছি না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ৭ নম্বর ঘাটের অভিমুখে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরি ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যানবাহন পারাপারে অন্য দুটি ঘাট সচল আছে। যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়ায় কোনো সিরিয়াল নেই। বতর্মানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে