ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

২৬ জুন ২০২১, ১১:০৩ এএম


ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালার বরাদম নোয়াপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুন) রাতে কয়েকজন মুখোশধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

জীবন চাকমা সাজেকের মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে। 

জানা গেছে, জীবন দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সম্প্রতি দীঘিনালার বরাদম এলাকায় বিয়ে করেন। নোয়াপাড়া এলাকায় সবজি বিক্রি করে সংসার চালাতেন। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি। 

জাফর সবুজ/এসপি

Link copied