দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক-কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচিতে লুৎফুজ্জামান বাবরের নাম ব্যবহার করে দেওয়া স্লোগানকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসন থেকে লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন।
ফেসবুক পোস্টে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘গত ১৭ই ডিসেম্বর, ২০২৫ (বুধবার) তারিখে কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন— এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।’
তিনি বলেন, ‘বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে।’
প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচিতে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’সহ নানা স্লোগান দেওয়া হয়। যা নিয়ে পরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আরএআর
