ফেরি থেকে ট্রাকসহ পাঁচ গাড়ি নিয়ে পড়লো ধলেশ্বরীতে, নিখোঁজ ১

ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত নয়টার দিকে ধলেশ্বরী মাঝনদীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।
তিনি জানান, বক্তাবলীর পূর্ব পাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছেড়ে যায়। মাঝনদীতে হঠাৎ করে একটি ট্রাক চালু হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িও একই সঙ্গে নদীর পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানগাড়ির চালক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
মেহেদী হাসান সৈকত/বিআরইউ