কুমিল্লায় মধ্যরাতে বিপুল অস্ত্রসহ ‘চাঁদাবাজখ্যাত’ শামীম গ্রেপ্তার

কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মো. নাজমুল ইসলাম শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার শামীম এলাকায় ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শামীমের কাছে অবৈধ অস্ত্র মজুত থাকার গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযানকালে শামীমের কাছ থেকে তিনটি পাইপগান, ৬০টি কার্তুজ, বিভিন্ন বোরের ৬০ রাউন্ড গুলি, ১৮ রাউন্ড মেশিনগানের গোলাবারুদ, ১ রাউন্ড পিস্তলের গোলাবারুদ এবং ১ রাউন্ড রিভলভারের গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার শামীম জাঙ্গালিয়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরিফ আজগর/বিআরইউ