তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁয় প্রস্তুত ১০০ বাস

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১০০টি বাস ভাড়া করেছে নওগাঁ জেলা বিএনপি।
এই ১০০টি বাসের মধ্যে সদর উপজেলা থেকেই ছেড়ে যাবে ২৫টি বাস। এছাড়া জেলার বাকি ১০টি উপজেলা ও দুইটি পৌরসভা থেকে আরও ৭৫টি বাস সেদিন ঢাকায় যাবে।
নওগাঁ জেলা বিএনপির সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য প্রস্তুত থাকবে ২৫টি বাস। এছাড়া উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ঢাকা পোস্টকে বলেন, দেশনায়ককে বরণ করে নিতে নওগাঁ জেলা বিএনপি অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ১০০টি বাস ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৬০-৬৫ জন করে যেতে পারবে। এখন পর্যন্ত আমাদের ধারণা অনুযায়ী প্রায় সাত হাজার নেতাকর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবে,তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, নওগাঁর মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছে। সকল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কাউকে সন্দেহভাজন মনে হলে যেন তার নাম ঠিকানা লিখে রাখে এবং তার দিকে সজাগ দৃষ্টি রাখে।
মনিরুল ইসলাম/আরকে