নীলফামারী থেকে ঢাকায় যাচ্ছেন ৫ হাজার বিএনপি নেতাকর্মী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নীলফামারী জেলা থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এরই মধ্যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকায় নেতাকর্মীদের নির্বিঘ্নে পৌঁছাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ছয় উপজেলার নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১৫টি বাস, ৫টি ট্রাক এবং ২টি ট্রেন ভাড়া করা হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীরা ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। অপরদিকে, উপজেলার নেতাকর্মীরা নিজ নিজ উপজেলা থেকে বাস ও অন্যান্য যানবাহনে যাত্রা করবেন।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকায় যাবেন। নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বলেন, ঢাকার উদ্দেশ্যে আমাদের মহিলা দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী রওনা দেবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সবাই আনন্দিত।
রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ইতোমধ্যে কিছুসংখ্যক নেতাকর্মী ব্যক্তিগতভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অনেকে সেখানে পৌঁছেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে আমরা সবাই আনন্দিত। জেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকার উদ্দেশ্যে যাবেন।
তিনি আরও বলেন, জেলার ছয় উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। তাদের সুষ্ঠু ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এআরবি