তারেক রহমানকে বরণ, মাগুরা থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা জেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা সদরসহ শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনেক নেতাকর্মী ও সমর্থক ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাগুরা সদর উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, মাগুরা জেলা থেকে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস ও মাইক্রোবাসে বা নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তিনি আরও বলেন, অনেক নেতাকর্মী নিজেদের আগ্রহে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছেন, তারা সেখানে উঠছেন, আবার কেউ হোটেলে অবস্থান নিচ্ছেন। মানুষের যাওয়ার আগ্রহ খুব বেশি। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার জন্য ৩০টি বাস এবং ১০০টি মাইক্রোবাস প্রস্তুত করা হয়েছে। এসব বাস ও মাইক্রোবাস বুধবার রাত ১১টার মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। উপজেলার বাসগুলো নিজ নিজ এলাকা থেকে রাতেই সুবিধাজনক সময়ে যাত্রা করবে।
মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান নিতার রায় চৌধুরীর ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মহম্মদপুর ও শালিখা উপজেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেকে আগেই ঢাকায় চলে গেছেন। দুটি উপজেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ৩০টি বাস ও ৬০টি মাইক্রোবাস প্রস্তুত করা হয়েছে। আরও গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবহন সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, আমরা বুধবার রাতে জেলা বিএনপির সঙ্গে একযোগে ঢাকায় যাব। অঙ্গ সংগঠনের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মাগুরা জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছি।
এদিকে মাগুরা জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, তারেক রহমানকে একনজর দেখার জন্য দলের প্রতিটি নেতাকর্মীর মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিয়েছেন। আমরা সমন্বয়ের মাধ্যমে চেষ্টা করছি, যাতে নেতাকর্মীরা নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছতে পারেন।
তাছিন জামান/এআরবি