স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে রুমিন ফারহানা, বিএনপি থেকে পদত্যাগের ইঙ্গিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ কারণে দল থেকে আগাম পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মোবাইল ফোনে সাক্ষাৎকারে এ সিদ্ধান্ত নিশ্চিত করে তিনি বলেন, “মনোনয়ন ফরম কেনার আগেই দলীয় পদ থেকে সম্মানের সঙ্গে পদত্যাগ করব।”
রুমিন ফারহানা তার মনোনয়ন না পাওয়ার পেছনে জোটের সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, “বিএনপির মতো বড় দলের ভালোমন্দ বিবেচনা করতে হয়। যেহেতু তারা জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোট করেছে, তাই এ সিদ্ধান্ত দলকে নিতেই হয়েছে।”
তার এই মন্তব্য নির্বাচনী জোটের ভেতরকার আসন বণ্টনের চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করে। শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি আরো বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করব। আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।”
বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের সম্ভাবনা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, “দলের প্রয়োজন হলে ব্যবস্থা নেবে, আমি তা বাধা দেব না। তবে আমি আগাম পদত্যাগের মাধ্যমে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই এগোব।”
তিনি জানান, বুধবার বেলা ১২ টার মধ্যে তার পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। কোন প্রতীক দেওয়া হবে বা পাবেন, সেটা পরে দেখবেন । মূল লক্ষ্য হলো এখানকার মানুষের প্রতিনিধি হওয়া।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। মঙ্গলবার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারপরেই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে লড়াই করার ঘোষণা দিয়েছেন।
মাজহারুল করিম অভি/এসএমডব্লিউ