তালায় বিষ মিশিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনায় বন বিভাগের জিডি

সাতক্ষীরার তালা উপজেলায় সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে বীজ ছিটিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনায় খুলনা বন বিভাগ অভিযুক্তের বিরুদ্ধে তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সরিষা ক্ষেতে বিষ মিশিয়ে বীজ ছিটানোর ফলে ঘুঘু ও কবুতর পাখির দল বিষক্রিয়ায় মারা যায়। ঘটনাটি জানার পর খুলনা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্তে বন্যপ্রাণি সংরক্ষণ আইনের লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
খুলনা বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় বন্যপ্রাণি হত্যা, শিকার বা ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আজ তালা থানায় জিডি দায়ের করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বন বিভাগের পক্ষ থেকে দায়ের করা জিডিটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বন্যপ্রাণি সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইব্রাহিম খলিল/আরকে