ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

বগুড়া শহরে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় একদল ডাকাত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের চারমাথা এলাকার বারুপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বারুপুর ফিলিং স্টেশনের পাশে অবস্থিত টপাগো নামক একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় বগুড়া সদর থানার একটি নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ জানায়, ডাকাত দলটি সবুজ নার্সারির সামনে পৌঁছালে আবারও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ধাওয়ার একপর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত ট্রাক এবং কোম্পানি থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ফেলে রেখে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও উদ্ধারকৃত শটগান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান এবং তদন্ত চলমান রয়েছে।
আব্দুল মোমিন/আরকে